সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহারিয়ার রহমান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো.জাকিউল আলম।
অনুষ্ঠান ও প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার রহমান। এছাড়াও এসময় অএ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজ সেবক,অভিভাবকরা উপস্থিত ছিলো।
সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত অনুষ্ঠানে সভাপতি সাকী মো.জাকিউল ইসলাম তার বক্তব্য বলেন, পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শরীর ও মন চাঙ্গা রাখে। সুস্থ জীবনযাপনে খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে নারীরাও এখন সমান তালে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন,বিদ্যালয়ের পাঠ শেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল উচ্চশিক্ষা গ্রহণই নয়, নিজেদের মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
যাযাদি/ এসএম