শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সারিয়াকান্দি চরাঞ্চলে যেদিকে চোখ যায় ভুট্টা আর ভুট্টা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:১১
সারিয়াকান্দি চরাঞ্চলে যেদিকে চোখ যায় ভুট্টা আর ভুট্টা
ছবি: যায়যায়দিন

সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের অধিকাংশ প্রান্তিক কৃষক রবি মৌসুমে কয়েক বছর ধরে আগাম জাতের হাইব্রিড ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন।চলতি মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। উপজেলা ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিশেষ করে চরাঞ্চল জুড়ে শোভা পাচ্ছে ভুট্টা। ভালো ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় কৃষকেরা খুশিতে জমিতে কাজ করছেন।

সারিয়াকান্দি কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার নদীবেষ্টিত বিভিন্ন ইউনিয়নের চরাঞ্চলের অধিকাংশ প্রান্তিক কৃষক রবি মৌসুমে কয়েক বছর ধরে আগাম জাতের হাইব্রিড ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন। চরাঞ্চলে অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশি হয়। কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভজনক হওয়ায় ভুট্টা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অন্য ফসলের চেয়ে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ভুট্টা গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়া পোলট্রি শিল্পের জন্য ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। এক বিঘা জমিতে ভুট্টা হয় ৪৫–৫০ মণ। প্রতি বিঘায় ১২–১৫ হাজার টাকা খরচ করে চাষিরা ৫০ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারেন। চলতি রবি মৌসুমে জমিতে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তাঁরা এখন ব্যস্ত জমি পরিচর্যায়।

কৃষি বিভাগ সূত্রে আরও জানা যায়, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়। এবছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ৮ হাজার ১৬০ হেক্টর, যা লক্ষ্যমাত্রা পেরিয়ে সাড়ে ৮ হাজার ৬০০ হেক্টর জমিতে চাষ হয়েছে । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় ২৬০ জন কৃষককে ২ কেজি করে মোট ৫২০ কেজি ভুট্টার বীজ দেওয়া হয়েছে বিনামূল্যে। এ ছাড়া ২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয় বিনা মূল্যে। গত বছর বাজারে ভুট্টার দাম বেশি থাকায় অধিক লাভবান হন কৃষকেরা। এতে প্রণোদনা কর্মসূচির বাইরেও অনেক কৃষক তাঁদের জমিতে এ মৌসুমে ভুট্টার আবাদ করেছেন।

বোহাইল চরের ভুট্টাচাষি আশাদুল বলেন, তিনি তিন বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। প্রাকৃতিক কোনও বিপর্যয় না হলে আশা করছেন, প্রতি বিঘায় ৩৫–৪০ মণ ফলন পাবেন।

কাজলা ইউনিয়নের কৃষক হোসেন আলী বলেন,এবারই প্রথম আমি ভুট্টার আবাদ করেছি। আশপাশের বিভিন্ন জায়গায় ভুট্টার প্রচুর আবাদ হয়। ভুট্টার ফলন অনেক বেশি এবং দামও ভালো পাওয়া যায়। আমি ৪০ শতক জমিতে ভুট্টার আবাদ করেছি। আশা করছি, ভালো ফলন পাব।’

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ বলেন,লক্ষ্যমাত্রার চেয়ে ৪৬০ হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ হয়েছে। আমরা আমাদের বিএস সব সময় ভুট্টার রোগ, পোকা-মাকড় দমন ও অধিক ফলনের জন্য কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে