ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ইটভাটা গুলোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারা বাহিতায় বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও ফুলবাড়ী ইউএনও ও নিবাহী ম্যাজিষ্ট্রেট রেহেনুমা তারান্নুম। এ সময় ফুলবাড়ী উপজেলার স্থাপনকৃত ৫ টি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স না নিয়ে ইটভাটা পরিচালনা করার অপরাধে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় মোবাইল কোর্ট।
ইটভাটা গুলোতে আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটার প্রস্তুতকৃত ইট ও কিছু স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয়েছে। আইন লঙ্ঘনের অপরাধে বন্ধ করে দেয়া ইটভাটা গুলো হচ্ছে- ফুলবাড়ী উপজেলা কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে স্থাপিত মেসার্স এম এস এইচ বিকস, মেসার্স এ বি ব্রিকস, মেসার্স ডবিøউ এ এইচ ব্রিকস, রাবাইতারী খড়িবাড়ী এলাকার মেসার্স এম এ ব্রিকস, মিুলবাড়ী ইউনিয়নের বোর্ডর হাট সংলগ্ন এলাকায় স্থাপিত মেসার্স জে এম এইচ ব্রিকস।
গ্রামাঞ্চলে স্থাপিত এসব ইটভাটা বন্ধ ঘোষণা করায় ইটভাটার আশপাশের স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, ইটভাটা গুলো স্থাপিত হওয়ায় আমাদের আবাদী জমি গুলোতে তেমন আবাদ হয়নি। এছাড়াও আবাদী জমির মাটি ইট তৈরিতে ব্যবহার হওয়ায় জমির উর্বরতা শক্তি কমে যায়।
যাযাদি/ এমএস