রাজশাহীতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সারিয়াকান্দি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) উপজেলা শাখার বার্ষিক বনভোজন।
শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) রাজশাহীর সাফিনা পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। সকাল ৬ টায় সারিয়াকান্দি থেকে দুইটি বাস ও একটি মাইক্রোবাসে সমিতির সদস্য ও অতিথিরা বনভোজন স্থলে উপস্থিত হন।
সারাদিন কৃএিম সৌন্দর্যমণ্ডিত সাফিনা পার্কের খোলা মাঠে খেলা ধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন সবাই। বর্ণাঢ্য এ আয়োজনে সারিয়াকান্দি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সারিয়াকান্দি শাখার সকল সদস্য অংশ নেন।
বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধুলার আয়োজন। নারীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফল ড্র। এতে পুরস্কার ছিল মোবাইল , ফ্যান, টর্চ লাইট, চাদর, তোয়ালা সহ অনেক গুলো পুরস্কার। শেষে খেলাধুলায় অংশ গ্রহণকারী ও
র্যফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সবার সার্বিক সহযোগিতায় এই বনভোজন সুন্দর ও সফল হয়েছে।
বনভোজন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে। সারিয়াকান্দি কেমিষ্টদের প্রিয় এই সংগঠনকে এগিয়ে নিতে তিনি সবার সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
যাযাদি/ এমএস