শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সারিয়াকান্দি বিসিডিএস এর বনভোজন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯
সারিয়াকান্দি বিসিডিএস এর বনভোজন
ছবি: যায়যায়দিন

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সারিয়াকান্দি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) উপজেলা শাখার বার্ষিক বনভোজন।

শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) রাজশাহীর সাফিনা পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। সকাল ৬ টায় সারিয়াকান্দি থেকে দুইটি বাস ও একটি মাইক্রোবাসে সমিতির সদস্য ও অতিথিরা বনভোজন স্থলে উপস্থিত হন।

সারাদিন কৃএিম সৌন্দর্যমণ্ডিত সাফিনা পার্কের খোলা মাঠে খেলা ধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন সবাই। বর্ণাঢ্য এ আয়োজনে সারিয়াকান্দি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সারিয়াকান্দি শাখার সকল সদস্য অংশ নেন।

বনভোজনটি উপজেলা সমিতির সভাপতি মো.হাবিবুর রহমান (কান্টু) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর সার্বিক তও্ববধানে বনভোজন কমিটির আহ্বায়ক পান্না মিয়া, প্রধান সমন্বয়কারী সাবেক কমিশনার মো.মেহেদী হাসান সুফল ও আবু সাঈদ সৈকত এবং সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সিরাজুল ইসলাম (ফুল), মাহবুবুর রহমান (রুস্তম),সাবেক কমিশনার ফজলুর রহমান (রাবুু) ডা.মো.হারুনুর রশিদ, ডা.লিটন মাহমুদ,ডা.জনি আহম্মেদ,কেমিস্ট বিপ্লব মাহমুদ, রফিকুল ইসলাম, সবুজ, মেহেদী হাসান,বাপ্পিসহ সাংবাদিক ও উপজেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির পরিবারের সকল সদস্যবৃন্দ ।

বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধুলার আয়োজন। নারীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফল ড্র। এতে পুরস্কার ছিল মোবাইল , ফ্যান, টর্চ লাইট, চাদর, তোয়ালা সহ অনেক গুলো পুরস্কার। শেষে খেলাধুলায় অংশ গ্রহণকারী ও

র‌্যফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সবার সার্বিক সহযোগিতায় এই বনভোজন সুন্দর ও সফল হয়েছে।

বনভোজন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে। সারিয়াকান্দি কেমিষ্টদের প্রিয় এই সংগঠনকে এগিয়ে নিতে তিনি সবার সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে