বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের মাধ্যমে সহায়তা

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২
আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের মাধ্যমে সহায়তা
ছবি: যায়যায়দিন

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি অসহায় প্রতিবন্ধী পরিবারকে নিয়মিত সহায়তা প্রদান করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন "আমরাও পারি মানব কল্যাণ সংগঠন"। এই পরিবারের তিন সদস্য প্রতিবন্ধী, যাদের মধ্যে রয়েছেন মৃত আলোক বিশ্বাসের স্ত্রী জোছনা খাতুন এবং তাদের দুই প্রতিবন্ধী সন্তান।

সংগঠনটি প্রতি মাসে এই পরিবারকে ১,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে আসছে, যা তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে সহায়ক ভূমিকা রাখছে। এই সহায়তা পরিবারটির আর্থিক সংকট কিছুটা লাঘব করতে সাহায্য করছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে।

"আমরাও পারি মানব কল্যাণ সংগঠন" হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন অফিস, শ্রীপুর বাজারে অবস্থিত। সংগঠনটি স্থানীয়ভাবে মানবিক কাজে নিয়োজিত থেকে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই প্রতিবন্ধী পরিবারটির মতো আরও অনেক পরিবারকে সহায়তা প্রদানের মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ধরনের আরও অনেক পরিবারকে সাহায্য করার জন্য সচেষ্ট রয়েছেন এবং সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও এই মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে