বগুড়ার আদমদীঘি উপজেলায় মহান একুশে ফেব্রæয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৬ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, ডাঃ আব্দুল হালিম, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা জাায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।
সভায় আসন্ন একুশে ফেব্রæয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসুচী গ্রহন ও পবিত্র মাহে রমজান সুষ্ঠ ও শান্তিপুর্ন ভাবে পালনসহ বিভিন্ন গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।
যাযাদি/ এমএস