বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পদ্মারপাড় কাঁচিকাটায় একটি হাসপাতালসহ কলকারখানা করা হবে : সফিকুর রহমান

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১
পদ্মারপাড় কাঁচিকাটায় একটি হাসপাতালসহ কলকারখানা করা হবে : সফিকুর রহমান
ছবি: যায়যায়দিন

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেছেন, সখিপুরের দুর্গম চরাঞ্চলে পদ্মার পাড় কাঁচিকাটায় একটি হাসপাতালসহ কলকারখানা করা হবে। আগামী নির্বাচনে আমাকে আপনারা ভোট দেন আর নাইবা দেন আমি এই এলাকার মানুষের জন্য করবো ইন শা আল্লাহ। আপনাদের এলাকার মাটির দাম হবে শরীয়তপুরের সর্বচ্চো। আপনারা কর্মহীন থাকবেন না। আধুনিক কাঁচিকাটা করতে মুন্সিগঞ্জ থেকে একটি ফেরির ব্যবস্থা করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় এক জনসমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয় স্থানীয় নির্বাচন করার। অচিরেই সংসদ নির্বাচনের তারিখ দেওয়া হোক। সেই নির্বাচনে সর্বদলীয় নির্বাচনের ব্যবস্থা করুক।

তিনি আরো বলেন, সর্বপ্রথম সংসদ নির্বাচন অপরিহার্য। যে দল ক্ষমতায় আসবে তারাই সিদ্ধান্ত নিবে কিভাবে স্থানীয় নির্বাচন করা যায়। একটি শান্তিপ্রিয় সুন্দর পরিবেশে নির্বাচন হবে। বিজয় বেশে যারা আসবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং তারা সংসদ গঠন করবে। সংসদে সময় নির্ধারণ করা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের।

কাঁচিকাটা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মোয়াল্লেম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম এ হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল, নড়িয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মোজহারুল ইসলাম সরদার প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে