শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে আসন্ন মাহে রমজানের প্রস্তুতি ও উপজেলা আইন শৃঙ্খলা সভা উপজেলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
একই সাথে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, উপজেলা নারী ও শিশু পাচাররোধ নির্যাতন প্রতিরোধ কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, ওসি তদন্ত আজম, জামায়াতের আমির মাওলানা নূরল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক এস,কে সাত্তার, বিজিবি নকশী কম্পানি কমান্ডার জামাল উদ্দিন, ছাত্র সমন্বয়ক শাহীন আলম প্রমুখ।
রমজানের পবিত্রতা রক্ষায় বাজার স্থিতিশীল, ভেজাল খাদ্য সরবরাহ বন্ধ,পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা ও বাজার মনিটরিং রাখা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় । উপজেলা আইন শৃঙ্খলা সভায় মাদক,চোরাচালান, অবৈধ বালু ও ধর্ষণ বন্ধে এবং জমির জটিলতা ও সরকারী ভূমি উদ্বারের উপর ব্যাপক আলোচনা করে উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে বক্তারা সভায় অবহিত করেন ।
এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০২৫ এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করে বক্তব্য রাখেন।
যাযাদি/ এম