‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা বারহাট্টয় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার (২ মার্চ) দিবসটি উদযাপনে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি বারহাট্টা উপজেলা পরিষদ চত্বর থেকে বেরিয়ে স্থানীয় প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এতে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আজিজুল হক ফারুক, বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, মৎস্য অফিসার কামরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বারহাট্টা সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বারহাট্টা উপজেলার নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার আলোচনা সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
যাযাদি/ এমএস