শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আদমদীঘিতে জামায়াতের ইফতার ও আলোচনা সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৫, ১৯:০২
আদমদীঘিতে জামায়াতের ইফতার ও আলোচনা সভা
ছবি: যায়যায়দিন

বগুড়ার আদমদীঘিতে সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে আদমদীঘি বাবা আদম (রঃ) কমপ্লেক্সে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামির আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যক্ষ আব্দুর হক সরকার। আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাও: আব্দুল জোব্বার, মাও : গোলাম মোস্তফা, আদমদীঘি সদর ইউনিয়ন আমীর মাও : ইদ্রিছ আলী, সেক্রেটারি রশিদুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনে সভাপতি আহসান হাবিব পল্টু প্রমুখ। সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে