তাহিরপুরে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহŸায়ক কমিটি বাতিল চেয়ে পুর্নগঠনের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিবাদ সভা করেছে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
নেতাকর্মীদের অভিযোগ সদ্য ঘোষিত ২১ সদস্যের তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটিতে আত্মীয়করণ সহ আওয়ামীলগকেই পূনবার্সন করেছে জেলা আহবায়ক কমিটি।
এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উপজেলার জনতা বাজারে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা শালা দুলা ভাইয়ের কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কাসেম, রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হুসেন, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আ.মোতালিব, যুবদলের যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) আব্দুল হক তাঁর এক শ্যালককে তাহিরপুর উপজেলা বিএনপির কমিটিতে স্থান দিয়েছেন। যে কিনা বিগত দিনে আওয়ামী লীগের নিবেদিত লোক হিসেবে এলাকায় পরিচিত। আওয়ামী লীগ ঘেঁষা এমন অনেককেই এ কমিটিতে স্থান দেয়া হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত, কারা বরণ ও নাশকতা মামলায় সবচেয়ে বেশি জর্জরিত হয়েছে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অথচ জেলার নীতিনির্ধারকদের কাছে আজ এসব নেতাকর্মীরাই বেশি অবমূল্যায়িত ও বৈষম্যের শিকার হয়েছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমটির সদস্য (স্বাক্ষর প্রাপ্ত) এ্যাড.আব্দুল হক জানান,২১ সদস্যের কমিটিতে ইচ্ছে করলেও সবাইকে স্থান দেয়া কঠিন। আমরা ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়ার জন্য চেষ্ঠা করেছি।
যাযাদি/ এম