নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ ইসলামী আন্দোলন বারহাট্টা উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকালে বাংলাদেশ ইসলাম আন্দোলন বারহাট্টা উপজেলা শাখার উদোগে বারহাট্টা উপজেলা অডিটরিয়ামে হলরুমে সম্মেলন ও দোয়া মাহফিল উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী দলগুলোর বক্তব্যে দেশের প্রতিটি ইসলামিক দল একত্রিত হওয়ার আহ্বান জানান। মুক্তির মূল মন্ত্র - ইসলামী শাসনতন্ত্র ।
“ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলামেই কার্যকর পন্থা” এই উদ্দেশ্যকে সামনে রেখে বারহাট্টা উপজেলা শাখার ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ শফিকুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি নূরুল ইসলাম হাকিমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. এনামুল হক মুর্শেদ বেগ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামি আইনজীবী পরিষদ। উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা হেদায়াতুল্লাহ জেলা কমিটি নেত্রকোনা, মাওলানা আলমগীর হোসেন, জেলা কমিটি নেত্রকোনা, সা’দ আল ফাহিম, সভাপতি ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেত্রকোনা, ড. মাওলানা জসিম উদদীন খান পাঠান, সহকারী অধ্যাপক আবু আব্বাছ কলেজ নেত্রকোনা, মুফতি ওমর ফারুক ওফা জেলা কমিটি নেত্রকোনা, মোহাম্মদ জাকারিয়া আকন্দ,
সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখা, সাইফুর রহমান নির্জন, সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা এবং বারহাট্টা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, নেত্রকোনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল , হাফেজ মাওলানা জসিম উদদীন তালুকদার, সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বারহাট্টা উপজেলা শাখা, হাফেজ আব্দুল বাছির খান সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখা, হাফেজ মাওলানা আতিকুর রহমান নুরুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি বারহাট্টা উপজেলা শাখা, গোপালপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ খান।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে বিগত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বারহাট্টা উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম ঘোষণা করেন।
বারহাট্টা উপজেলা শাখার নতুন কমিটিতে আবারও হাফেজ শফিকুর রহমান খান কে সভাপতি ও হাফেজ ক্বারী আব্দুল মতিন জুয়েল কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করে তাদের কে শপথ পাঠ করান প্রধান অতিথি মুফতি নূরুল ইসলাম হাকিমী।
যাযাদি/ এমএস