শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৫, ১৬:২১
পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
ছবি: যায়যায়দিন

রাজবাড়ীর পাংশায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫মার্চ) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শুকলাল লক্ষীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গতরাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শিহাবুদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ও যৌথ বাহিনীর সমন্বিত দল তাকে গ্রেফতার করে।

এ সময় তার অধিনে থাকা ১টি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ২টি হাসুয়া, ১টি স্ট্রীলের তৈরী ব্যাটন উদ্ধার করা হয়। তার বিরদ্ধে দেশের প্রচলিত আইনের মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে