শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সারিয়াকান্দিতে সেলাই মেশিন বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ১৮ মার্চ ২০২৫, ১৮:৩৫
সারিয়াকান্দিতে সেলাই মেশিন বিতরণ
ছবি: যায়যায়দিন

বগুড়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বগুড়া গ্রামীন উন্নয়ন সংস্হা (বিজিইউএস) কর্তৃক মঙ্গলবার (১৮ মার্চ) তাদের নিজস্ব কার্যালয়ে ২০ জন নারীর মাঝে বিনামুল্য ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছারাও ২০ টি টুল সেলাইয়ের যাবতীয় উপকরন দেওয়া হয়। এই নারীদের এই প্রতিষ্ঠান থেকে ৩ মাসের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোসলেমা খাতুন স্বর্না, সারিয়াকান্দি এনজিও পরিষদের সাধারণ সম্পাদক মো.শফিউল ইসলাম, সারিয়াকান্দি মতেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় সারিয়াকান্দি এনজিও পরিষদের সাধারণ সম্পাদক মো.শফিউল ইসলাম বলেন, যে সকল নারী সেলাই মেশিন পেয়েছেন তাদের সবাই পারিবারিক প্রয়োজন ছাড়াও সেলাই মেশিন ব্যবহার করে পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে সচেষ্ট থাকবেন। চাকরি ছাড়াও যে সংসারের হাল ধরা যায় এমন নজির দেশে অনেক রয়েছে। ইচ্ছা, আগ্রহ ও প্রচেষ্টা থাকলে একটি সেলাই মেশিনের সাহায্যেও সংসারে সচ্ছলতা আনা সম্ভব। সেই চেষ্টা করার জন্য তিনি সাহায্য গ্রহীতাদের প্রতি আহ্বান জানান।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে