ঈদুল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে চলছে ঈদের কেনা কাটার ধুম।
এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু কাপড় ব্যবসায়ী ক্রেতাদের থেকে অতিরিক্ত মূল্য আদায় করছেন এমন অভিযোগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
ভ্রাম্যমান আদালতের অভিযানে ঝলক ফ্যাশনের শ্যামল ঘোষকে ১০ হাজার টাকা, ডলফিন ফ্যাশনে ১০ হাজার টাকা ও ব্রান্ড সপে ৫ হাজার টাকা সহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ইউএনও বরকত উল্লাহ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা যেন ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে তা বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।
যাযাদি/ এম