পাবনার সাঁথিয়া প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকালে সাঁথিয়া প্রেসক্লাব হল রুমে উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বলেন বিগত ১৬ বছরে ৬৮পাবনা-১ সাঁথিয়া- বেড়া আসনে তেমন কোন উল্লেখযোগ্য উন্নয়ন হয় নাই। আমি আগামীতে নির্বাচিত হলে সাঁথিয়া-বেড়ার সকল সেক্টরে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। বিশেষ করে মাধপুর টু সিএন্ডবি আঞ্চলিক সড়কটি মহাসড়কে উন্নতি করবো। পাবনা এক আসনে আপামর জনতা আমাদের সাথে থাকবে বলে আমি আশা করি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর জামায়াতের আমীর আব্দুল গফুর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু হানিফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম