বাড়ি থেকে বের হয়ে দাদা বাড়িতে যাওয়ার পথে রসুন ক্ষেতে ৭ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার চাচা ফারুক শিকদার (৪৫) এর বিরুদ্ধে। রোববার (২৩মার্চ) বিকেল ৪টার দিকে ওই শিশুটির সাথে যৌন হয়রানির ঘটনা ঘটলে স্থানীয় মাতব্বররা ঘটনাটি ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়ে।
এ ঘটনায় রাত ৮টার দিকে স্থানীয় গ্রাম্য শালিশের লোকজনের সমন্বয়ে শালিশ বৈঠক হয়। দু’পক্ষের সমঝোতা না হলে শিশুটির মা রাত সাড়ে ৮টার দিকে সদরপুর থানায় এসে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে সদরপুর থানা পুলিশ ওই রাতেই শিশুটির চাচা মোঃ ফারুক শিকদার কে সদরপুর থানা পুলিশ আটক করে। আটককৃত মোঃ ফারুক শিকদার জাকের শিকদার ডাঙ্গী গ্রামের রাজ্জাক শিকদারের পুত্র।
এ ঘটনায় রোববার রাতেই শিশুটির চাচা মোঃ ফারুক শিকদারের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্ঠার অভিযোগে ও শিশুটির স্বীকারোক্তীতে তার চাচা ফারুকের বিরুদ্ধে অভিযোগ থেকে মামলা দায়ের করে শিশুটির মা কমেলা আক্তার।
আজ সোমবার সকাল ১১টার দিকে মোঃ ফারুক শিকদার কে ফরিদপুর জেল হাজতে সোপর্দ করে শিশুটিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে জবানবন্দি নেওয়ার জন্য পাঠানো হয়েছে সদরপুর থানা থেকে।
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জাকের শিকদার ডাঙ্গী গ্রামে রবিবার(২৩মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন। এ ঘটনায় ধর্ষন চেষ্ঠা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
ঘটনা প্রসঙ্গ, শিশুটির পরিবারের ভাষ্যমতে, শিশুটি বাড়ি থেকে সে তার পাশের দাদা বাড়িতে যাওয়ার পথে ভাষানচর ইউনিয়নের জাকের শিকদারের ডাঙ্গী ৩২নং কোলপাড় দিয়ে যাচ্ছিল। ওই সময় কোলপাড়ের রসুন ক্ষেতে কাজ করছিল তার চাচা ফারুক শিকদার। তার ভাতিজি (শিশু) কে একা যাওয়া দেখে কাছে ডেকে নেয় সে।
পরে ফাঁকা এলাকা থাকায় শিশুটির মুখে ফারুকের যৌনাঙ্গ প্রবেশ করানোর চেষ্ঠা করে জড়িয়ে ধরা হলে শিশুটি জোরে চিৎকার শুরু করে তার হাত থেকে ছুটে দৌড়ে দাদার বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে শিশুটি কান্না শুরু করলে বাড়ির লোকজনের জিজ্ঞাসাবাদে তাদের নিকট ঘটনা খুলে বলে শিশুটি।
যাযাদি/ এমএস