নেত্রকোণার বারহাট্টায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারহাট্টা শাখা উদ্যোগে সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও রোজাদারদের সম্মানে বারহাট্টা একে. খান দাখিল মাদরাসায় ইফতার মাহফিল উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখার সভাপতি ডাঃ নাজমুল হকের সভাপতিত্ব ও সাহতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আতিকুর রহমান নুরুজ্জামানের সঞ্চালনায় আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন অঞ্চল টিম সদস্য, ময়মনসিংহ ও সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকাণা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার তারবিয়াত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আমীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মানিক আজাদ,
বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্কাস আলী, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন খান, সদস্য মোঃ শাহজাহান, বাংলাদেশ হেফাজতে ইসলামী বারহাট্টা শাখার সাধারণ সম্পদক মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাছির খান প্রমুখ।
এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বারহাট্টা পূর্ব বাজার বড় মসজিদের ঈমান মাওলানা সাইদুল হক।
যাযাদি/ এমএস