নাটোরের নলডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা শাখার কার্যালয়ে নলডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নলডাঙ্গা পৌরসভা শাখা সভাপতি সাইফুল ইসলামের সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক।
বিশেষ অতিধি হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নলডাঙ্গা পৌরসভা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ আব্দুল বারিক,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাব্বানীসহ নলডাঙ্গা উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,আগামী দিনের সাংবাদিকদের লিখনি শক্তি দিয়ে নতুন বাংলাদেশর সাম্য ও ন্যায়ের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি সঠিক সংবাদ প্রকাশ করে তবেই বাংলাদেশের দুর্নীতি দূর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।
যাযাদি/ এম