সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) পাটলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী শফিকুল আলমের সভাপতিত্বে, পাটলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর নূর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া হোসাইন ও কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দীন মিটু, পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক এম.এ মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকির আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম, জগন্নাথপুর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক নুরুল আলম ও খলিলুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ ও দোয়া পরিচালনা করেন রসুলগঞ্জ বাজার মসজিদের ইমাম মুফতি বদরউদ্দিন আল আমিন।
যাযাদি/ এসএম