শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পূর্বধলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৫, ১২:০২
পূর্বধলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠন, বেসরকারী সংস্থা নানা কর্মসুচী পালন করেন।

উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি ও তার অঙ্গসংগঠন, পূর্বধলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিগণ পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। পরে সকাল ৯টায় পূর্বধলায় জগৎমণি সরাকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। তার আগে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করে প্যারেড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।

পরবর্তীতে জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সকল আয়োজনের সার্বিক পর্যবেক্ষনসহ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা করিব।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনজার্চ ওসি নূরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার, উপজেলা জামায়াতের নায়েব আমীর মো: জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো: আব্দুল আজিজ তালুকদার, পূর্বধলা পেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিনিধিগণ । পরে উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসুচী পালিত হয়। উপজেলার পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আগিয়া, ঘাগড়া দ্বিমুখী, মেঘশিমুল, হোগলা, মৌদাম, শালথী, নারায়ণডহার, দেওটুকোণ আব্দুল গণি, ডাঃ মোহাম্মদ আলী, জারিয়া নাটেরকোনা, পাটরা দামপাড়া, কাপাশিয়া, জালশুকা কুমুদগঞ্জ, হিরনপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে