মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এর মধ্যে একটি হলো ঈদুর ফিতর। বগুড়ার দুপচাঁচিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮.০০টা হতে শুরু করে ৯.০০ টা পর্যন্ত এ উপজেলার বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের এ নামাজ আদায় করেন মুসল্লিরা। নানা শ্রেণি পেশার মুসল্লি ঈদের নামাজে অংশ গ্রহণ করেন। তবে উপজেলার বেশ কিছু ঈদগাহ মাঠে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় অনেক মুসল্লি ঈদগাহ মাঠের পাশে ও রাস্তায় জামাতে অংশ নেন।
উপজেলার তালোড়া রেলওয়ে ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে কথা হয় মুসল্লি মারুফ হোসেন এর সঙ্গে। তিনি বলেসন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে মহান রাব্বুল আল আমিনের নিকট শুকরিয়া আদায় করছি। নামাজে তাঁরা মুসলিম উম্মাহ্র শান্তি কমনা করেছেন। স্ েসঙ্গে তিনি আরও বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই ঈদকে আরও অর্থবহ করতে হলে সকল অহমিকা ত্যাগ করে ধনী-গরিব সকল শ্রেণির আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশিদের মধ্যে ভালোবাসা ও হৃদ্যতার বন্ধন তৈরি করতে হবে। ইসলামী ফাউন্ডেশন দুপচাঁচিয়া উপজেলার মডেল কেয়ার টেকার মোজাফ্ফর হোসেন জানান, এ উপজেলায় ১শ ১১ টি ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
দীর্ঘ এক মাস ও ইবাদত ও বন্দেগীর পর বিশ্ব মুসলিম উম্মাহ্ শাওয়াল মাসে চাঁদের আগমনে সিয়াম সাধনা মাস শেষ হওয়ায় আল্লাহ্র বিশেষ শুকরিয়া স্বরূপ যে আনন্দ উৎসব পালন করা হয় তাই ঈদুল ফিতর।
যাযাদি/ এমএস