শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নাচোলে বিএনপি সমর্থিত এমপি প্রার্থীর মতবিনিময়

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৫, ১৬:১৮
নাচোলে বিএনপি সমর্থিত এমপি প্রার্থীর মতবিনিময়
যায়যায়দিন

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪৪, চাঁপাইনবাবগঞ্জ- ২ (ভোলাহাট, গোমস্তাপুর,নাচোল) আসনে এমপি প্রার্থী ইন্জিনিয়ার মু.ইমদাদুল হক মাসুদ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকল সাড়ে ১০টায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় এসএনএসক্যাফে উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এসময় স্থানীয় জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক ও রাজনীতিকদের করনীয় সমন্ধে আলোচনা করা হয়।

মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী বুয়েট, আহসান উল্লাহ হলের সাবেক ভিপি তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি দির্ঘ দিন ধরে বিএনপির সঙ্গে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছি।

এছাড়াও আমার এলাকার ২ আসনের (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের সাথে সুখে দুঃখে এক সঙ্গে থেকে উন্নয়ন মূলক কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন হলে এবং আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে বিজয়ী হয়, তবে দলীয় সরকারের সহযোগিতায় আমার আসনের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন মূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।

অপরদিকে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলেও দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।

পরিশেষে তিনি দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থথা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে