ঈদে শিশুদের আনন্দটাই বেশি। কিন্তু সুবিধাবঞ্চিত অনেক শিশু সেই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়। আর ওইসব শিশুদের মুখে হাসি ফোটাতে শিশু-কিশোররাই নিয়েছে অনন্য উদ্যোগে। হত-দরিদ্র শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের উদ্যোগে বিতরণ করা হয়েছে নতুন জামা।
“শত হাসি” শিরোনামে ব্যতিক্রমি এ উদ্যোগ নিয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজধলা শিশু ও যুব ফোরামের শিশুরা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহযোগিতায় তারা আজ শনিবার (৩০ এপ্রিল) হত-দরিদ্র ৭৫জন শিশুকে দিয়েছে নতুন জামা।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, শিশুদের জন্য শিশু-কিশোদের এমন উদ্যোগ আমাদের আরও মানবিক হতে অনুপ্রাণিত করে। আয়োজক শিশু-কিশোরদের এমন মহান প্রচেষ্টা তাদের মানবিক গুণাবলির এক অনন্য দৃষ্টান্ত। আমি তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
যাযাদি/ এমএস