শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঈদে শিশুর মুখে হাসি ফোটাতে শিশুর পাশে শিশু

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৫, ১৮:২১
ঈদে শিশুর মুখে হাসি ফোটাতে শিশুর পাশে শিশু
যায়যায়দিন

ঈদে শিশুদের আনন্দটাই বেশি। কিন্তু সুবিধাবঞ্চিত অনেক শিশু সেই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়। আর ওইসব শিশুদের মুখে হাসি ফোটাতে শিশু-কিশোররাই নিয়েছে অনন্য উদ্যোগে। হত-দরিদ্র শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের উদ্যোগে বিতরণ করা হয়েছে নতুন জামা।

“শত হাসি” শিরোনামে ব্যতিক্রমি এ উদ্যোগ নিয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজধলা শিশু ও যুব ফোরামের শিশুরা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহযোগিতায় তারা আজ শনিবার (৩০ এপ্রিল) হত-দরিদ্র ৭৫জন শিশুকে দিয়েছে নতুন জামা।

উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের মাঝে নতুন জামা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জাতীয় শিশু ও যুব উপদেষ্টা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, জাতীয় শিশু ফোরামের সাবেক সভাপতি অপূর্ব সরকার ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সভাপতি নূর আলম নাহিদসহ শিশু ও যুব ফোরামের সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, শিশুদের জন্য শিশু-কিশোদের এমন উদ্যোগ আমাদের আরও মানবিক হতে অনুপ্রাণিত করে। আয়োজক শিশু-কিশোরদের এমন মহান প্রচেষ্টা তাদের মানবিক গুণাবলির এক অনন্য দৃষ্টান্ত। আমি তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে