শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যালয় পরিদর্শনে যুক্তরাজ্য বিএনপি নেতা 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি
  ০৯ এপ্রিল ২০২৫, ১০:৩৮
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যালয় পরিদর্শনে যুক্তরাজ্য বিএনপি নেতা 
ছবি: যায়যায়দিন

সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যালয় পরিদর্শন করেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের হাসিনা মার্কেটে সাংবাদিক ফোরামের কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শনে আসলে ফোরামের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা।

আরো বক্তব‌্য রা‌খেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য আবু লেইছ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, পৌর বিএনপির সদস্য জামিল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তুহিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি শাহ এস এম ফরিদ, সহ-সভাপতি হুমায়ুন কবির ফরিদী, অর্থ সম্পাদক হিফজুর রাহমান তালুকদার জিয়া, সহ সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচারও প্রকাশনা সম্পাদক আল আমিন ইসলাম, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য রিয়াজ রহমান, সদস্য মুকিম উদ্দিন প্রমুখ।

এসময় ফোরা‌মের সদস‌্য ফারুক আহমেদ, সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য জাবির আহমদ চৌধুরী, মঈন উদ্দিন, আকমল হো‌সেন, সমাজ সেবক আল‌ী নুর মিয়া সহ সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজাকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে