শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জগন্নাথপুরে গভীর রাতে বাজারের ৬ দোকান পুড়ে ছাই

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১১ এপ্রিল ২০২৫, ২০:০৮
জগন্নাথপুরে গভীর রাতে বাজারের ৬ দোকান পুড়ে ছাই
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মুজিব মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই প্রায় ৮০ লক্ষ টাকায় ক্ষয় ক্ষতি। রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে যেতে পারে নাই। তিলে তিলে তৈরী করা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাসেল মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে এই এলাকার লোকজন ফায়ার সার্ভিসের সহযোগিতা জন্য আগুনে ভিডিও দিয়ে সাহায্য প্রার্থনা করেন। অনেকেই মুঠোফোনে যোগাযোগ করলেও রানীগঞ্জ ভায়া স্বজনশ্রী হয়ে বাউধরন মুজিব মার্কেটের রাস্তার খারাপ থাকায় ঘটনা স্থলে যেতে পারে নাই।

এ বিষয়ে বাউধরন গ্রামের ব্যবসায়ী শাহ আলম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ¦লতেছে। আগুনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকদের কাছে সাহায্য কামনা করি। গ্যাস সিলিন্ডার দোকান থাকায় আমাদের অবস্তান থেকে বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনি। এর মধ্যে আগুনে পুড়ে প্রায় ৮০ লক্ষ টাকায় ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে