বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৩ এপ্রিল ২০২৫, ১৩:৫৬
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ
ছবি: যায়যায়দিন

দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করলেন সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। শনিবার (১২ এপ্রিল) সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তা সরেজমিনে কয়লা খনি পরিদর্শন করেন।

জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ,বাংলাদেশ তেল,গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম,জেলা প্রশাসক, দিনাজপুর সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাবৃন্দের সামনে বড়পুকুরিয়া কয়লা খনির সার্বিক কর্মকান্ডের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। বড়পুকুরিয়া কয়লা খনির কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (মাইন অপারেশন) খান মোঃ জাফর সাদিক সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দের কয়লা খনি পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে