পাবনার ভাঙ্গুড়ায় মহিলা ডিগ্রী কলেজে ভাঙ্গুড়ার কার্যকরি কমিটির শিক্ষক প্রতিনিধি(টি.আর সদস্য)নির্বাচন-২০২৫ সকাল ৯-বিকাল ৩টা পর্যন্ত গোপন ব্যালেটের মধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
রিটার্নিং অফিসার ও মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল ও নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক সনৎকুমার কর্মকারের সমন্ময়ে কলেজ মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কলেজ কার্যকরি কমিটির শিক্ষক প্রতিনিধি(টি.আর প্রতিনিধি)-২০২৫খ্রিঃ নির্বাচনে ৩টি পদের জন্য ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।শিক্ষক প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর ৩৮ জন ভোটারের মধ্যে ৩৬ জন শিক্ষক ভাট প্রদান করেন।
নির্বাচনে মোছাঃ সুলতানা পারভীন( ২৩ভাট),মোঃ আমিরুল ইসলাম(২২ভোট) ও মোঃ লুৎফর রহমান (১৯ভোট)পেয়ে নির্বাচিত হয়েছেন।
যাযাদি/ এম