সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৫:১৮
কেরানীগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ
যায়যায়দিন

ঢাকার কেরানীগঞ্জে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি মাজহারুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা ওসি সোহরাব আল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা ও প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে