শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বারহাট্টায় নানা আয়োজনে বর্ষবরণ

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৮
বারহাট্টায় নানা আয়োজনে বর্ষবরণ
যায়যায়দিন

নেত্রকোণার বারহাট্টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ষবরণ আনন্দ শোভা যাত্রা বাংলা নববর্ষ উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন, আপ্যায়ন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, রচনা প্রতিযোগিতা, উন্নত খাবার পরিবেশন ও পুরস্কার বিতরণ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের নেতৃত্বে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে নানা ধরণের সাজানো ফেস্টুন, বাদকদলসহ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বারহাট্টা থানা, বিভিন্ন রাজনৈতিক দল, কংস থিয়েটার, উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিস, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ আক্কাস আলী, আরিফউল্লাহ সোহেল, মাসুদুর রহমান ফকির, সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর প্রমুখ। এছাড়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, গনামান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে