শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নকলায় নানা আয়োজনে বর্ষবরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৮:৫৩
নকলায় নানা আয়োজনে বর্ষবরণ
যায়যায়দিন

শেরপুরের নকলায় আনন্দ শোভায়াত্রা ও পান্তা ভোজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ। দিনটি পালন উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় কোর্টবিল্ডিং চত্বর থেকে উপজেলা প্রশাসন ও সরকারি হাজী জাল মামুদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বনার্ঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, সরকারি হাজী জাল মামুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল বার্সেদ, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার, কলেজ শিক্ষক দেওয়ান গোলম মাসুমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । পরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা ভাবে পান্তা ভোজনের আয়োজন করেন।

এ উপলক্ষে সরকারি হাজী জাল মামুদ কলেজ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন । এছাড়া উপজেলা সদরের বাহিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়েছে ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে