শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলার শিল্পীবৃন্দ।
শোভাযাত্রায় অংশগ্রহ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকন্ঠ ভক্ত, বিএনপির নেতা মোঃ উজ্জ্বল সিকদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।
যাযাদি/ এমএস