পহেলা বৈশাখ বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত উৎসব। এটি বাংলা নতুন বছরের প্রথম দিন, যা প্রতি বছর ১৪ এপ্রিল (বাংলাদেশে) বা ১৫ এপ্রিল (ভারতের পশ্চিমবঙ্গে) উদযাপিত হয়।
তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পৌরসভা ও উপজেলা পিএনপির আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
এই দিনটি আনন্দ, উৎসব এবং ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন। ঐতিহ্যবাহী খাবার হিসেবে পান্তা ভাত ও ভাজা ইলিশ খাওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান দেশজুড়ে গান, নাচ, কবিতা, নাটক ইত্যাদির মাধ্যমে বাঙালির সংস্কৃতি উদযাপন করা হয়।
গোমস্তাপুর উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) আহবায়ক মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব,রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন,,যুবনেতা সাজ্জাদ হোসেন,রবিউল প্রমূখসহ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
যাযাদি/ এস