শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মাধবদীতে শিবিরের শিক্ষা উপকরণ ও পানি বিতরণ

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৪৮
মাধবদীতে শিবিরের শিক্ষা উপকরণ ও পানি বিতরণ
ছবি: যায়যায়দিন

নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাধবদী থানা শাখার আয়োজনে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ ও খাবার পানি বিতরণ করা হয়েছে।

আজ ১৫ এপ্রিল মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউন পরীক্ষা কেন্দ্রে এই ফ্রি ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়। সকালে পরীক্ষা শুরুর পূর্বে থেকেই ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়।

খাবার পানি, খাবার স্যালাইন, স্ক্যাল, কলম, পেন্সিল, রাবার , শিবিরের প্রকাশনি ও অভিভাবকদের বসার ব্যবস্থাসহ বিভিন্ন সহযোগীতায় শিবির এই ক্যাম্প চালু করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাধবদী থানা শাখার সভাপতি তাজুল ইসলাম সোহাগ, সেক্রেটারী শামীম আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাধবদী পৌরসভা জোন শাখার সেক্রেটারী আশরাফুল ইসলাম, পাইকারচর জোন শাখার সভাপতি নাজমুল হাসান, সেক্রেটারী আশরাফুল ইসলাম, কাঁঠালিয়া জোন শাখার সেক্রেটারী তরিকুল ইসলামপ্রমূখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে