শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নকলায় ২৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই দোকানিকে জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৩১
নকলায় ২৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই দোকানিকে জরিমানা
ছবি: যায়যায়দিন

শেরপুরের নকলায় নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নকলা পৌর শহরের বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারের কলাহাটী সুজন স্টোরে অভিযান চালিয়ে সাড়ে ৯৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

এ ছাড়া পশ্চিম বাজারের নিয়ামত স্টোরে অভিযান চালিয়ে ২০২ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে নিয়ামত স্টোরের স্বত্তাধীকারী নিয়ামত আলীর (৭০) ও সুজন স্টোরের স্বত্বাধীকারী সোহেল (৪০) কে জনপ্রতি ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, মঙ্গলবারে নকলা বাজারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করার বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ১৫(১) ধারার টেবিলে ৪(খ) এর নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ সংক্রান্ত অপরাধ করায় দুই দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা ও ২৯৭ কেজি ৫শ গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে