পাবনার ভাঙ্গুড়ায় সিসিটিভি ভাঙ্গাকে কেন্দ্র করে ২জন মহিলাকে বেধড়ক মারপিট মারাত্মক জঘম করেছে। থানার অভিযোগ দিয়েছে,নির্যাতিত মোছাঃ রেশমা খাতুন (৩০)-এর স্বামী মোঃ রাশিদুল ইসলাম। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার দক্ষিণ মেন্দা স্বর্ণকার পাড়া মহল্লায়।
ঘটনার অভিযোগ সূত্রে জানা গেছে,সিসিটিভি ভাঙ্গার জেরধরে গত মঙ্গলবার(১৫এপ্রিল)সকাল ৭টার দিকে একই মহল্লার প্রতিপক্ষ হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন গংদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা লাঠি—শোটা দিয়ে মোঃ নজরুল স্বর্ণকারের স্ত্রী বানেছা খাতুন (৫০),এবং বাড়ীতে আগত আত্মীয় মোঃ আব্দুল স্বর্ণকারের স্ত্রী নাসীমা খাতুন (৫০) কে মারপিট করে মারাত্মক জখম করে। প্রতিপক্ষ গং ঘর—বাড়ি ও আসবাব পত্র ভাংচুর করে। এ সময় তাদের আর্ত চিৎকারে স্বজন ও মহল্লাবাসী এগিয়ে এসে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৬এপ্রিল)সকালে ভাঙ্গুড়া থানায় আহতের স্বামী রাশিদুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দিয়েছে।
যাযাদি/ এমএস