শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নাচোলে জামায়াতের মতবিনিময় সভা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৪২
নাচোলে জামায়াতের মতবিনিময় সভা
ছবি: যায়যায়দিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সুধীজনদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেজামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নেজামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৪নং নেজামপুর ইউনিয়ন শাখার সভাপতি ওবায়দুল্লাহর সভাপতিত্বে সুধীজনদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) বাংলাদেশ জমায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত মনোনীত এমপি পদপ্রর্থী ডঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সেক্রেটারি মাওলানা রইসুদ্দীন ও নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত, ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে দলবল নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে