ঈশ্বরদীতে পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে ইংরেজিতে “বার্মা” লেখা ১টি এক নলা বিশিষ্ট শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
আজ রোববার ২০এপ্রিল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয় নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ।
পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থল ও আশেপাশে তল্লাশী করে হাইওয়ের দক্ষিণ পাশের জঙ্গলে ঘাসের মধ্যে ওই শুটার গানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যাহা লোহার তৈরি এবং তার গায়ে ইংরেজিতে “বার্মা” লেখা ছিলো ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহীদুল ইসলাম শহীদ জানান আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।