শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে পুলিশের আগ্নেয়াস্ত্র উদ্ধার 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১৮:০৫
আপডেট  : ২০ এপ্রিল ২০২৫, ১৮:১৩
ঈশ্বরদীতে পুলিশের আগ্নেয়াস্ত্র উদ্ধার 
ছবি: যায়যায়দিন

ঈশ্বরদীতে পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে ইংরেজিতে “বার্মা” লেখা ১টি এক নলা বিশিষ্ট শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

শনিবার গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের পাকুরিয়া ডিগ্রীপাড়া এলাকার ঈশ্বরদী-পাবনা হাইওয়ে সড়কের দক্ষিণ পাশে জঙ্গলে ঘাসের মধ্য থেকে পরিত্যাক্ত অবস্থায় শুটার গানটি পুলিশ উদ্ধার করেন।

আজ রোববার ২০এপ্রিল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয় নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, ঈশ্বরদী থানাধীন দাশুরিয়া ইউনিয়নের পাকুরিয়া ডিগ্রীপাড়া গ্রামে কিছু দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানার থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থল ও আশেপাশে তল্লাশী করে হাইওয়ের দক্ষিণ পাশের জঙ্গলে ঘাসের মধ্যে ওই শুটার গানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যাহা লোহার তৈরি এবং তার গায়ে ইংরেজিতে “বার্মা” লেখা ছিলো ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহীদুল ইসলাম শহীদ জানান আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে