সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্দেহভাজন আ,লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) থানা এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ ও বর্তমান ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান (৪৩) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মিরপুর ইউনিয়নে রতিয়ার পাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে। গত ২৪ সালের ২৯ অক্টোবর জগন্নাথপুর থানায় পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামী ঐ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতাকৃত আসামীকে সোমবার (২১ এপ্রিল) যথাযথ পুলিশ পাহারায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/ এসএম