আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ কে নিয়ে বেফাঁস বক্তব্য দিয়ে বেকায়দায় পড়েছেন এক বিএনপি নেতা। বেফাঁস বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ইতোমধ্যেই রাজনৈতিক পদ-পদবী খুইয়েছেন তিনি। করা হয়েছে কৈফিয়ত তলব, ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করে ৭ দিনের সময়ও বেধে দেয়া হয়েছে বিএনপির তরফ থেকে। কিন্তু তাতেও শেষরক্ষা হচ্ছেনা বেফাঁস বক্তব্য দেয়া পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের। এবার রীতিমতো সংবাদ সম্মেলন করে পুলিশের কাছে ক্ষমা চাইলেন আব্দুর রাজ্জাকসহ দেবোত্তর ইউনিয়নের বিএনপি নেতারা।
সোমবার (২১ এপ্রিল) আটঘরিয়া প্রেসক্লাবে দেবোত্তর ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে পুলিশের কাছে ক্ষমা চেয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বেফাঁস মন্তব্যকারি আব্দুর রাজ্জাক ছাড়াও দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার রাঙা , সাধারণ সম্পাদক মো. কাউসার আলম ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মিয়া উপস্থিত থেকে পুলিশের কাছে ক্ষমা প্রার্থণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বলেন, বিগত সরকারের শাসনামলে আমার উপর অনেক নির্যাতন হয়েছে। গত ১৭ এপ্রিল আমি বক্তব্য দেয়ার সময় অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগের বশবর্তী হয়ে পুলিশ কে নিয়ে বেফাঁস মন্তব্য করি। আমি আমার ভুল বুঝতে পেরে বেফাঁস বক্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করছি এবং আমার সেদিনের বক্তব্য প্রত্যাহার করছি।
দেবোত্তর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জুলফিকার হায়দার রাঙ্গা ও সাধারণ সম্পাদক কাউসার আলম তাদের বক্তব্যে বলেন, পুলিশের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় আব্দুর রাজ্জাককে কৈফিয়ত তলবসহ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার পক্ষ থেকে আমরা ইউনিয়ন বিএনপি পুলিশ-প্রশাসনের কাছে ক্ষমা চাচ্ছি।