খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) বিকালে চুকনগর-যশোর সড়কের আটলিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের আঃ রশিদের স্ত্রী মাজেদা খাতুন(৪৮) ও ফজর আলীর স্ত্রী রোকেয়া খাতুন(৫০) বুধবার বিকালে আটলিয়া মোড় এলাকায় রাস্তাপার হচ্ছিলেন। এসময়ে যশোরগামী (নওগা-ঢ-০৮-০০০২) একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারী দ্বয় নারীকে চাপা দিয়ে লরিটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই নারীদ্বয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করেন।
খর্ণিয়া হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর ফজলুর করিম জানান, পথচারী নারীদ্বয় তাদের বাসার সামনে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। তেলবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লরিটি পুলিশ হেফাজতে রয়েছে এবং চালক পালিয়ে গেছে।