রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে নার্সিং শিক্ষার্থীদের ডিগ্রি পাশ কোর্সের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৭:৫৩
সিরাজগঞ্জে নার্সিং শিক্ষার্থীদের ডিগ্রি পাশ কোর্সের দাবিতে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্স করানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার ষ্টেশন মুক্ত মঞ্চে নাসিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এই কর্মসূচী পালন করেন। ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রী বাস্তয়ান কমিটি সিরাজগঞ্জ জেলা শাখা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে।

সিরাজগঞ্জ পৌর শহরের বাজার ষ্টেশন মুক্ত মঞ্চ চত্বরে পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান করে। ক্লাস ও সকল দায়িত্ব বর্জন করে প্রায় শকাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের কোর্সকে স্নাতক (পাস) বা ডিগ্রি (পাস) কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা আরো বলছেন, নার্সিং শিক্ষায় বৈষম্য, অসংগতি, অবমূল্যায়নের কারণে সৃষ্ট জটিলতা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে তাদের এ আন্দোলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে