রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন লিটন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৯:১৯
কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন লিটন
ছবি: যায়যায়দিন

কুলাউড়া রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান- ১ লিটন হোসাইন। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য। রবিবার (৪ মে ) রাউৎগাঁও ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি, কুলাউড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমেদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোহিত চৌধুরী রিপন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, রাউৎগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক খালেদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী জিবলু, রাউৎগাঁও ইউনিয়নের অফিস সহকারী রনি দেবসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মী এবং এলাকার সাধারণ লোকজন।

এর আগে ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন প্যানেল চেয়ারম্যান- ১ লিটন হোসাইনকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে