রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রাজনগরে ছাত্রদল নেতার বাবার উপর হামলা 

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০৪ মে ২০২৫, ১৯:২৫
রাজনগরে ছাত্রদল নেতার বাবার উপর হামলা 
ছবি: যায়যায়দিন

মৌলভীবাজারের রাজনগরে ছাত্রদল নেতা সৈয়দ ফায়েদ আলীর পিতার ব‍্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ওই পিতার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করা হয়।

রোববার (৪মে) ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া গ্রামের খাজা মসজিদের কাছে।

স্থানীয় সুত্রে জানা গেছে,প্রবাস ফেরত উপজেলার মহাসহস্র গ্রামের সৈয়দ ফরিদ আলীর মসজিদের কাছে অবস্থিত সৈয়দ ভেরাইটিজ ষ্টোর নামক মুদির দোকানে কতিপয় দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় সৈয়দ ফরিদকে (৬৩) পিটিয়ে আহত করে নগদটাকাসহ দোকানের ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আহত ফরিদ আলীকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

কথা হলে ফরিদ আলী বলেন, আমার ছেলে সৈয়দ ফায়েদ আলীর সাথে একটি চক্রের রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। সে উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলো। মনে হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ওই ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘটনার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে বলে ফায়েদ আলীকে তাদের নাগালে পেলে শেষ করে দিব। তিনি বলেন দুর্বৃত্তরা মুখোশ পড়ে আসছিল তাই তাদের চেনা যায়নি।

এলাকার ফয়ছল আলী বলেন, রাজনৈতিক কারনে গত কয়েক মাস ধরে একটি চক্র সৈয়দ ফায়েদ আলীকে খোঁজাখুঁজি করে হুমকি ধামকি দিয়ে আসছে। তাদের পরিবারের সদস্যরা আতংকিত অবস্থায় রয়েছেন।

স্থানীয় ইউপি সদস‍্য দেলোয়ার হোসেন বাবলু ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। এরকম ঘটনা এলাকায় আতংক সৃষ্টি করেছে। আমি তাদেরকে আইনি ভাবে মোকাবেলা করার পরার্মশ দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে