মেহেরপুরের গাংনীতে শাহের আলী নামের এক ব্যক্তিকে ৫০ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ হাকিম ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা এ দন্ড প্রদান করেন।
শাহের আলী এ গাংনী উপজেলার ঢেপা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শাহের আলী চিহ্নিত মাদক সেবী। ঘটনার সময় সে জুগিন্দা খ্রীস্টান মিশনের পাশে বসে গাঁজা সেবন করছিল। এ সময় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি সহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তার কাছ থেকে ৫০ টাকা জরিমানা আদায় করেন ও এক মাসের কারাদন্ড প্রদান করেন।