সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পার্বতীপুরে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৭:৫৫
পার্বতীপুরে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা
ছবি: যায়যায়দিন

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভায় স্কাইপিতে বক্তব্য রাখেন,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি'র সহ-সভাপতি, দিনাজপুর-৫ (পার্বতীপুর - ফুলবাড়ি) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। রবিবার (৪ মে ) বিকালে উপজেলার হাবড়া ইউনিয়নের হাবড়া হাট, ছামির বাজার, উলিপুর রামচন্দ্রপুর বাজার ও হাবড়া চৌপথি বাজারে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় হাবড়া চৌপথিতে উপজেলা বিএনপি'র যুগ্ন-সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন সাদোর সভাপতিত্বে যুক্তরাষ্ট্র থেকে স্কাইপিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশীদ সংগ্রাম,জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার,

পৌর বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশীদ,পৌর কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী গোলাপসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ফুলবাড়ী উপজেলা নেতৃবৃন্দগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে