নওগাঁর বদলগাছীতে চাচার কোদালের আঘাতে ২ভাতিজী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায় উপজেলার মথুরাপুর ইউপির চকমথুর গ্রামের আকালুর ছেলে আব্দুর রহমান(৫৫) তার বড় ভাই আফাজ উদ্দীনের দীর্ঘ দিন ধরে পারিবারিক দন্দ চলছিল।
এর একপর্যায় গত ৩ মে সন্ধ্যার পর রহমানের ছাদের পানি য়াওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কাথা কাটাকাটির হয়।এসময় আব্দুর রহমান কোদাল দিয়ে ভাতিজী আফরোজার মাতাই আঘাত করলে মাতার কিছু অংশ কেটে যায়। তার ছোট বোন আকলিমা এগিয়ে আসলে রহমানের ছেলে আল-আমীন তাকে মাতাই আঘাত করলে মাটিতে লুটিয়ে পর।রক্তাক্ত অবস্থায় গ্রাম বাসী তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।অপর দিকে আব্দুর রহমান কিছু আঘাত পাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যপারে উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে। আফরোজার মা শাহানারা বেগম বলেন রহমানের ছাদের পানি এসে আমার বাড়ীর আঙিনার অনেক সমস্যা হয়। আমার ছেলে সন্তান না থাকায় আমাদের উপর মাঝে মধৈ জুলুম নির্যাতন করে।
বর্তমান বদলগাছী হাসপাতালে চিকিৎসা রয়েছে। আব্দুর রহমান বলেন পারিবারিক ভাবে দীর্ঘ দিন ধরে আমাদের মধৈ ঝামেলা চলছিল।।