সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পার্বতীপুরে বিএনপির উদ্যোগে যৌথসভা 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৫:২৪
পার্বতীপুরে বিএনপির উদ্যোগে যৌথসভা 
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (৪ মে) বিকেলে হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

হরিরামপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি এন্তাজুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সহ সভাপতি অহিদুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোখলেছুর রহমান প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে