নীলফামারীর সৈয়দপুরে পরিবারের নামে অপ-প্রচার ও ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণে বাঁধা প্রদানসহ লুটপাটের প্রতিবাদে শহরের নতুন বাবুপাড়ার পৌরসভা সড়কের (রোটারী ক্লাব সংলগ্ন) বাসিন্দা মৃত আব্দুল ওয়াহিদের পুত্র মোঃ মোস্তফা সোমবার (০৫ মে) সকাল ১১টার দিকে বিসিক শিল্প নগরীর নিজস্ব ফ্যাক্টরী গাওসিয়া ফ্লাওয়ার মিলে এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মোস্তফা উপস্থিত সংবাদকর্মীদের জানান, সরকারি খাস জমিতে যেখানে যার কিছু জমির ওপর রোটারী ক্লাব অবস্থিত সেই জমির পাশে আমার ছেলের নামে কবলাকৃত ০৭ শতক জমি রয়েছে। যার সকল প্রকার খারিজ-খাজনা, বি.এস আমার ছেলের নামে রয়েছে এবং ওই জমি সোশ্যাল ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখায় মর্টগেজ রয়েছে। পৌরসভা থেকে নক্শার অনুমোদন নিয়ে গত ২৩ এপ্রিল আনুমানিক সকাল ১১ টার দিকে আমাদের জমিতে বাড়ি নির্মাণের কাজ করার জন্য টিনের বেড়া দিয়ে জমি ঘিরে নির্মাণের মালামাল মজুদ করে কাজ শুরু করতে গেলে অত্র এলাকার হাজী আফতাব আলম জোবায়ের এমাদির পুত্র মোঃ মোবাশ্বির প্রিন্স এমাদিসহ কয়েকজন অবৈধভাবে জমি ঘেরার কাজে বাঁধা প্রদান করে মারমুখি হয়ে কাজের লোকজনদের তাড়িয়ে দেয় ও বখাটে ছেলেদের দ্বারা আমাদের মালামাল লুট করে নিয়ে যায়।
আমি ও আমার ছেলে বাঁধা দিলে সম্ভবত আমাদের মেরে ফেলতো। তাই, সেখানে না যেয়ে গোপনে তাদের কার্যকলাপ ভিডিও করি। হামলাকারীরা সরকারি খাস জমিসহ আমাদের কবলাকৃত জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে এবং আমাদেরকে ভুমিদস্যু আখ্যায়িত করার জন্য বখাটে প্রকৃতির লোকজনকে লেলিয়ে দিয়ে মানববন্ধন করিয়ে সেই ছবি আবার মোঃ মোবাশ্বির প্রিন্স তার ফেসবুক আইডি’সহ অন্যান্য মিডিয়ায় অপ-প্রচার চালাচ্ছ্ েযাতে করে আমি ও আমার পরিবার হেয় প্রতিপন্ন হচ্ছি। তাই, এ সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাচ্ছি এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থাও নেয়া হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তফার পুত্র শাহবাজ ও নির্মাণ ঠিকাদার কাজী শমসের উদ্দিন।