সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নেত্রকোনা বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৫ মে ২০২৫, ১৫:৩১
নেত্রকোনা বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে ২ ঘন্টাব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আদালত চত্বরে কর্মবিরতি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্র্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান বøকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. এনামূল হকের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে অন্যানোর মধ্যে বক্তৃতা করেন জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নুরুল আলম রুবেল, এপিপি অ্যাডভোকেট খলিল আহমেদ, নাজির বাদল চক্রবর্তী, নাজির মো. নুরুজ্জামান, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

কর্মবিরতি চলাকালে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি বিচার বিভাগীয় কর্মচারীদের দাবীর প্রতি সহমত পোষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে